ইসলামী ঐক্যজোটের ৯১ সদস্যের কমিটি ঘোষণা


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

মাওলানা আবদুর রকিবকে চেয়ারম্যান এবং অধ্যাপক আবদুল করিম খানকে মহাসচিব করে ইসলামী ঐক্যজোটের জাতীয় কমিটি ঘোষণা করেছে সদ্য বিভক্ত হওয়া ইসলামী ঐক্যজোটের একাংশ। বুধবার এক জরুরি সভায় ৯১ সদস্য বিশিষ্ট এ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির ভাইস চেয়ারম্যানরা হলেন- মুফতি আবদুল হালিম বোখারী, মাওলানা আবুল হাসান আব্দুল্লাহ, শায়াখুল হাদীস আতাউর রহমান, অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজীজী, যুগ্ম মহাসচিব- মাও. আবদুল মাজেদ আতহারী, বীর মুক্তিযোদ্ধা ডা. মাওলানা মো. শওকত আমীন পীর সাহেব বি-বাড়ীয়া, মাও. মুফতি ফয়জল হক জালালাবাদী, মাও. মুহাদ্দিস আজিজুল হক, মাওলানা অধ্যাপক ইলিয়াস মাহমুদ, সহকারী মহাসচিব মাও. আ.ন.ম রহিমউল্ল্যাহ, মাও. মাহমুদুল আলম।

সাংগঠনিক সচিব মাও. আসলাম রহমানী, সহ-সাংগঠনিক সচিব- হাফেজ মাও. নজরুল ইসলাম, মুফতি কামরুল ইসলাম ভূইয়া, অর্থ সচিব- মাও. হোসাইন মো. ইউনুস, প্রচার সচিব- মাও. ইসমাইল বোখারী, ছাত্র বিষয়ক সচিব- মাও. মো. ইলিয়াস আতহারী, সমাজ কল্যাণ সচিব- মাও. হাফেজ সালামত উল্লাহ, আর্ন্তজাতিক সচিব- ডা. সামসুদ্দিন, ধর্ম বিষয়ক সচিব- মুফতি কামাল উদ্দিন সেহাব প্রমুখ।

এর আগে গত ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোট তাদের সম্মেলনে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণার পর-পরই বিএনপি চেয়ারপারসরন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যাললে এক সংবাদ সম্মেলনে রকিবের নেতৃত্বে ইসলামী ঐক্য জোট ২০ দলীয় জোটের সঙ্গেই রয়েছে বলে ঘোষণা দেয়।

এএম/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।