শোক প্রস্তাব দিয়ে শুরু নবম অধিবেশন


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

জাতীয় সংসদের নবম অধিবেশন শুরুর পরই গত দুইমাসে নিহত দেশ-বিদেশের বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

বুধবার বিকাল পৌনে পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদসহ অধিকাংশ মন্ত্রী উপস্থিত ছিলেন। এ অধিবেশেন চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।  

অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব আনার পর সভাপতিমণ্ডলির সদস্য নির্বাচিত করা হয়। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ বক্তব্য দেওয়া শুরু করেন।

অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, সংসদ সদস্যদের গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সংসদ হবে প্রাণবন্ত। সরকারের কাজের গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে সকল কাজের কেন্দ্রবিন্দু হবে সংসদ।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, হাবিবুর রহমান মোল্লা, ফখরুল ইমাম, দীপু মনি।

এরপর সাবেক সংসদ সদস্য এ বি এম আবুল কাসেম, সাবেক বিচারপতি এ কে এম নুরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এম শামসুল হক, সাবেক গণপরিষদ সদস্য শেখ আলী আহম্মদ, সাবেক প্রতিমন্ত্রী আতা উদ্দিন খান, সাবেক সংসদ সদস্য এ এফ এম নজমুল হুদা, কামরুন নেছা নিলু, একরামুল আলম, পরমাণু বিজ্ঞানী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এস করিম, সংসদ সচিবালয়ের সহকারী সচিব মো. শহীদুল্লাহ, সিকিউরিটি অ্যাসিস্টেন্ট মো. নজরুল ইসলাম মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন স্পিকার।

এছাড়া সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী, ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকব, আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য আসমা কিবরিয়া, জ্বালানি সচিব আবু বকর সিদ্দিক, সাবেক ধর্ম সচিব আবদুল আউয়াল, ভাষা সংগ্রামী সৈয়দ ইউসুফ হাসান, গীতিকার তোফাজ্জল হোসেন, ভাষাসৈনিক কল্যাণ চৌধুরী, শব্দসৈনিক রাশিদুল হোসেন, সাংবাদিক লিয়াকত আলী, কৃষি অর্থনীতিবিদ মাহবুব হোসেন, সাংবাদিক শওকত আনোয়ার, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক করা হয়। এরপর সংসদে শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর মরহুমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করা হয়।

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।