পাগলামির ভিডিও নিয়ে আসছেন এ আই রাজু
ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা তার। শিল্পী হবার বাসনায় শিখেছেন গিটার। গানের তালিম নিয়েছেন ওস্তাদ সঞ্জীব দে’র কাছে। অবশেষে ‘তালাশ’ নামের মিউজিক ভিডিও দিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন পাওয়ার ভয়েসের দ্বিতীয় রানার আপ এ আই রাজু।
প্রথম গানের ভিডিওর সাফল্যে অনুপ্রাণীত হয়ে সম্প্রতি তিনি আরো একটি গান তৈরি করেছেন। এবং শ্রোতাদের সামনে সেটিরও মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন শিগগিরই।
রাজু জানালেন, হেলাল ওয়াদুদের কথায় ‘পাগলামি’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন লাবু রহমান। ‘ই’ মিউজিকের ব্যানারে এর মিউজিকি ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন এলান।
এ মিউজিক ভিডিও নিয়ে রাজু বলেন, ‘মাইলস ব্যান্ড তারকা মানাম আহমেদের সুর-সংগীতে আমার প্রথম গান ‘তালাশ’র ভিডিওটি দিয়ে আমি দারুণ সাড়া পেয়েছি। সেই সাফল্যের তাগিদেই এবার ‘পাগলামি’ নিয়ে আসছি। এই গান এবং মিউজিক ভিডিওর সাথে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি দর্শক-শ্রোতাদের মনোরঞ্জন করতে পারবো আমি।’
রাজু জানালেন, শিগগিরই এটি ইউটিউবসহ দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। সেইসাথে ‘পাগলামি’ গানটি শোনা যাবে বিভিন্ন এফএম রেডিওতে।
তিনি আরো জানান, এই গানটি তিতাস কাজীর আয়োজনে মিক্সড অ্যালবাম ‘গানের দেশে ফেরা’-তে স্থান পাবে। অ্যালবামটি অগ্নিবীনার ব্যানারে চলতি মাসের ২৮ তারিখ বাজারে আসবে।
এ আই রাজু এর আগে গান করেছেন শওকত আলী ইমনের সংগীতায়োজনে ‘দেশা- দ্যা লিডার’ ছবিতে। ‘একি মায়া’ শিরোনামের গানটি লিখেছিলেন সোমেশ্বর ওলি। এছাড়াও বাপ্পা মজুমদার, ইমন সাহার সাথে নতুন কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন রাজু। তারুণ্যে উদ্দীপ্ত এই তরুণ তুর্কীর পথচলা সাফল্যে পূর্ণ হোক।
এলএ