আসছে শৈত্য প্রবাহ বাড়বে শীত


প্রকাশিত: ১১:২২ এএম, ২০ জানুয়ারি ২০১৬
ছবি-আদনান রহমান

ঢাকা, রংপুর, ঈশ্বরদীসহ দেশের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির ফলে সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে শৈত্য প্রবাহ। এর ফলে জেঁকে বসবে শীত।

আবহাওয়া অফিস আরো জানায়, বুধবার রংপুরে ১৫, ইশ্বরদীতে ৫, ময়মনসিংহে ৯ মিলিমিটারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। বইছে ঠাণ্ডা বাতাস।

rain   
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, ‘দেশের বেশ কয়েকটি জেলাতে হালকা বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ পরিস্থিতি আরো কিছু দিন থাকতে পারে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শৈত্য প্রবাহ শুরু হতে পারে। তবে আজকের এই আবহাওয়া মূলত পূবালী বাতাসের কারণে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা রয়েছে। সারাদেশের রাতের তাপমাত্রাও কমে যাচ্ছে। রাজধানীতে বুধবার বিকেলেও গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা গেছে। এর আগে সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল।   

এসএ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।