পরিবেশ রক্ষায় ইটের বিকল্প খুঁজতে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ইটভাঁটা থেকে নির্গত দূষিত কালোধোঁয়া সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে। ইট তৈরির সময় নির্গত কালোধোঁয়া পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তাই পরিবেশ তথা জনস্বাস্থ্য রক্ষায় ইটের বিকল্প খুঁজতে হবে।
বুধবার ঢাবির মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবনে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
“Emissions from Brick Kilns” শীর্ষক ২ দিনব্যাপী আঞ্চলিক কর্মশালাটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং আরকাডিস।
ঢাবির বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নীলুফার নাহার, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ড. এলেন কনোর্টন এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি ক্যাথেরিন সিগ্রেভস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কর্মশালা আয়োজক কমিটির কো-চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম স্বাগত বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন আরকাডিস, ইউএসএ’র ভাইস-প্রেসিডেন্ট ওজিস জুজেউইচ।
উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের শতাধিক গবেষক এ কর্মশালায় অংশগ্রহণ করছে।
এমএইচ/এএইচ/আরআইপি