শহীদ আসাদ স্মরণে বরিশালে আলোচনা সভা


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২০ জানুয়ারি ২০১৬

৬৯ এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদ স্মরণে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে অশ্বিনী কুমার হল চত্বরে আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে ৪৭তম আসাদ দিবসের কর্মসূচির সূচনা হয়। আসাদ পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসাদ পরিষদের জেলা সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারমান প্রফেসর মু. জিয়াউল হক। তিনি বলেন, ৬৯ এর গণঅভ্যুত্থান এদেশের স্বাধীনতার ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে। আর ওই দিন ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে ছাত্রইউনিয়ন নেতা আসাদের মৃত্যু আইউব শাহীর পতন ত্বরান্বিত করেছিল। তিনি বর্তমান প্রজন্মকে আহ্বান করেন আসাদের ন্যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার।

সভায় আরো বক্তব্য রাখেন- কমিউস্টি পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. হাই মাহাবুব, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শান্তি দাশসহ অন্যরা।

আলোচনা সভায় স্মারক বক্তৃতা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক উন্মেষ রায়। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতির্ন্ময় চক্রবর্তী রতন। আলোচনা সভার পর গণশিল্পী সংস্থার শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।

সাইফ আমীন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।