শুরু হচ্ছে বারভিডা কার এক্সপো


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২০ জানুয়ারি ২০১৬

ক্রেতার হাতে সর্বাধুনিক প্রযুক্তির জাপানি রিকন্ডিশন গাড়ি সুলভ মূল্যে পৌঁছে দিতে শুক্রবার (২২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’। বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
‘বারভিডা কার এক্সপো’ এর আয়োজন করছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীর প্রবেশ ফি ২০ টাকা।
 
বারিভিডার সভাপতি আব্দুল হামিদ শরীফ, সেক্রেটারি জেনারেল মাহবুবুল হক চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 
এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।