রাশিয়ায় ট্রেন লাইনচ্যুত, ‍নিহত ৩


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৫ জুলাই ২০১৪

রাশিয়ার রাজধানী মস্কোতে মঙ্গলবার মেট্রো ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে ৫৫ আহত হয়েছেন বলেও জানিয়েছে সংশ্লষ্ট কর্মকর্তা। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

ভূগর্ভস্থ রেলপথটির ব্লুলাইন এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে এক বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ এমন তথ্য জানালেও বিস্তারিত কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ট্রেনটি দুই স্টেশনের মধ্যবর্তী একটি সুড়ঙ্গের মধ্যে লাইনচ্যুত হয়েছে। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিশ্বের সবচেয়ে পুরনো ও বৃহৎ ভূগর্ভস্থ রেলওয়ে ব্যবস্থা মস্কো মেট্রো। গত কয়েক বছরের মধ্যে মস্কো মেট্রোর সবচেয়ে গুরুতর দুর্ঘটনা এটি। সূত্র: বিবিসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।