বাল্যবিবাহ রোধে শিক্ষকদের ভূমিকা পালনের নির্দেশ


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

বাল্যবিবাহ রোধে স্কুল, কলেজ, মাদাসার শিক্ষকদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার  শিক্ষামন্ত্রণালয় জারিকৃত এক পরিপত্রে এ আহবান জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বিবাহ পড়ানোর ক্ষেত্রে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্পৃক্ত থাকতে দেখা যায়। বিয়ে পড়ানোর ক্ষেত্রে পাত্র-পাত্রীর বয়স আইনে নির্ধারিত বয়সের নিচে হলে সংশ্লিষ্ট পাত্র-পাত্রী ও অভিভাবককে এ ধরণের বিবাহে নিরুৎসাহিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান জানানো হয়েছে। তাদেরকে আইনে নির্ধারিত ন্যূনতম বয়স সম্পর্কে নিশ্চিত হয়েই বিয়ে পড়াতে এবং পাত্র-পাত্রীর বয়স সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ ও বিয়ের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে পরিপত্রে বলা হয়েছে।

এনএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।