ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে ভোলায় বিজ্ঞান মেলা শুরু


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬

ভোলায় উৎসবমুখর পরিবেশে তিন শতাধিক ক্ষুদে বিজ্ঞানীর অংশগ্রহণের মধ্যদিয়ে শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) ও ডিজিটাল মেলা।

মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি শেষে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা।

মেলায় জেলার সাত উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে স্টল দেয়া হয়েছে ।

এ উপলক্ষে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বর জুড়ে স্টল সাজানো হয়েছে। ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত নানা প্রকল্প প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার পাশপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অমিতাভ অপু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।