নন্দীগ্রামে তিন ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬

বগুড়ার নন্দীগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের আনসার আলীর ছেলে শাহ আলম (২৮), একই গ্রামের গমীর উদ্দিনের ছেলে মাহফুজার রহমান মাফু (৫৫), ডাকাত দলের সর্দার হেলাল ওরফে হেলাঞ্চি (৪০)।

জানা যায়, উপজেলার বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রাম থেকে সোমবার ভোরে তিনটি অটোভ্যান ডাকাত দলের সদস্যরা নিয়ে যায়। এ ঘটনার একদিন পর পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার বিকেলে শেরপুর উপজেলার দুবলাগাড়ী এলাকায় তিন ডাকাতকে স্থানীয়রা ভ্যানসহ হাতেনাতে আটক করে গণধোলাই দেয়।

এ খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে তাদের উদ্ধার করে নন্দীগ্রাম থানায় সোপর্দ করে। পরে তাদের ডাকাতি মামলায় গ্রেফতার দেখানো হয়।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। বিকেলে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।