সিলেট স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি প্রতিনিধি


প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬

আর এক সপ্তাহও বাকি নেই যুব বিশ্বকাপের বল মাঠে গড়াতে। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডও শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছে ইতিমধ্যে। এখন চলছে সর্বশেষ ফিনিশিং টাচ দেয়ার কাজ। বিশ্বকাপের মূল আয়োজক আইসিসিও বসে নেই। সব কিছু নিশ্চিত করাই তাদের কাজ। ভেন্যুগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণও পড়ে তাদের সেই রুটিন কাজের মধ্যে।  

সে হিসেবেই যুব বিশ্বকাপ ক্রিকেট টুর্ণামেন্টের ভেন্যু, সিলেট জেলা স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করলেন আইসিসি’র নিরাপত্তা বিশেষজ্ঞ নাথান কের। মঙ্গলবার দুপুরে তিনি সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করেন। এসময় আশপাশ এলাকাও ঘুরে দেখেন তিনি। একইসঙ্গে মাঠের নিরাপত্তা ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।

সেটডিয়াম পরিদর্শন কালে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, ডিজিএফআই-সিলেট এর উপ-পরিচালক কাজী রাজীব রুবায়েত হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী মাজেদ আহমদ উপস্থিত ছিলেন।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।