ডিআইজি প্রিজনকে হত্যার হুমকি


প্রকাশিত: ০৭:৫০ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

উপ-কারা পরিদর্শক ডিআইজি (প্রিজন) এ কে এম ফজলুল হককে চাঁদা চেয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৫৬ মিনিটে সর্বহারা নেতা পরিচয়ে মহিউদ্দিন নামের একজন মোবাইল ফোনে তাকে হুমকি দেন। এ কে এম ফজলুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোবাইল ফোনে ওই ব্যক্তি বলেন, সম্প্রতি ভারত থেকে এসেছি, দল (সর্বহারা) চালাতে সমস্যা হচ্ছে। টাকা নাই, টাকা লাগবে টাকা দেন।

কিছুক্ষণ পর সে আবারো ফোন করে বলেন, বিষয়টি ডিবিতে জানাবেন না, যদি জানান বুঝতেই পারছেন কী করা হবে।

এ ঘটনায় চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে উপ-কারা পরিদর্শক ডিআইজি (প্রিজন) এ কে এম ফজলুল হক

জেইউ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।