ফরিদপুরে অপহৃত মাদ্রাসাছাত্র উদ্ধার : অপহরণকারী আটক


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১৯ জানুয়ারি ২০১৬

ফরিদপুরের নগরকান্দায় অপহৃত মাদ্রাসাছাত্র হেদায়েদউল্লাহকে (১০) উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় এক অপহরণকারীকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জুঙ্গরদী কাশিমুল উলুম মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র ও আশফরদী গ্রামের কামাল খন্দকারের ছেলে হেদায়েদউল্লাহ (১০) গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বোনের অসুস্থতার কথা বলে প্রতিবেশি মোশারেফ খন্দকারের ছেলে রুবেল (২০) তাকে ঢাকা নিয়ে যান। সেখানে হেদায়েতুল্লাহকে বন্দি করে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসার উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত সুকৌশলে অপহরণকারীদের মুক্তিপণের আংশিক পাঁচ হাজার টাকা বিকাশে প্রদান করে। বাকি টাকা দেয়ার কথা বলে ভাঙ্গা আসতে বললে সোমবার সকালে অপহরণকারীর একজন অপহৃত হেদায়েদউল্লাহকে নিয়ে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে উপস্থিত হলে পুলিশ তাদের আটক করে।

নগরকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসার উদ্দিন জাগো নিউজকে জানান, অপহরণকারী একজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এস.এম. তরুন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।