মেলায় ইন্টেল সিকিউরিটির বিশেষ উপহার ও মূল্যছাড়
বিশ্বের বৃহত্তম অ্যান্টিভাইরাস ব্র্যান্ড ইন্টেল সিকিউরিটি (পূর্বের ম্যাকাফি) রাজধানীর আগারগাঁওস্থ আইডিবি ভবনে সিটিআইটি ২০১৬ এবং এলিফ্যান্ট রোডস্থ কম্পিউটার সিটি সেন্টারে ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৬ উপলক্ষে প্রতিটি পণ্যের জন্য আকর্ষণীয় উপহার ও মূল্যছাড় ঘোষণা করেছে।
ব্যবহারকারীরা প্রত্যেকে এক বৎসর একক মেয়াদি পণ্য ক্রয়ের জন্য একটি কফি মগ এবং একজন ব্যবহারকারী তিন বৎসর ও তিনজন ব্যবহারকারীকে এক বৎসর পণ্যের বিপরীতে উপহার দেয়া হবে একটি ব্যাকপ্যাক।এছাড়াও পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যছাড়।
উল্লেখ্য, ২০১১ সালে ইন্টেল কর্পোরেশন বৃহত্তম সিকিউরিটি সফটওয়্যার ব্র্যান্ড ম্যাকাফিকে কিনে নেয় এবং ব্যাপক প্রযুক্তিগত উৎকর্ষ সম্পাদন করে ২০১৪ সাল থেকে ইন্টেল সিকিউরিটি নামে বাজারজাত শুরু করে।
আরএম/বিএ