ইংরেজি না জানলে ব্রিটেন ছাড়তে হবে!


প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬

যেসব মুসলিম নারী মানসম্মত ইংরেজি শিখতে পারবে না তাদেরকে ব্রিটেন ত্যাগ করতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সোমবার তিনি এ কথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

ডেভিড ক্যামেরন বলেন, ইংরেজিতে যারা দুর্বল তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বার্তার কারণে তাদের প্রতি ঝুঁকে যেতে পারেন। ব্রিটেনে সম্প্রতি ইংরেজি শিক্ষা খাতের বাজেট ২০ মিলিয়ন ইউরো থেকে বৃদ্ধি করে ২৬ মিলিয়ন ইউরো করা হয়েছে।

অবিভক্ত ভারতে ইংরেজ শাসনের সময় যেসব মুসলিম সেনাসদস্য নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ তৈরির পরিকল্পনা নিয়েছে ব্রিটেন সরকার। এজন্য নটিংহামশায়ারে একটি সৌধ নির্মাণ করা হবে।

ক্যামেরন বলেছেন, ব্রিটেনে আসার আড়াই বছর পর আবারো মুসলিম নারীদের ইংরেজি পরীক্ষার মুখোমুখি হতে হবে। এতে যদি তারা ভালোভাবে ইংরেজিতে যোগাযোগে ব্যর্থ হন তাহলে নিজ দেশে ফেরত যেতে হবে।

এসআইএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।