প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক চলছে


প্রকাশিত: ০১:২২ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠক থেকে চলমান সংকট সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  

এর আগে গণভবনে অনুষ্ঠিত পিঠা উৎসবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের মোট ৩০ সদস্যকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এনএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।