আইএফআইসি ব্যাংকের হোম লোন নিয়ে প্রশিক্ষণ


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬

কর্মীদের হোম লোন নিয়ে প্রশিক্ষণ দিয়েছে বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক লিমিটেড। সোমবার ‘আইএফআইসি হোম লোন’ বিষয়ে মতিঝিলে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এক দিনের এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ বিজনেস শাহ্ মো. মইনউদ্দিন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ফেরদৌসী বেগম, ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট একে মুজিবর রহমান এবং এফএভিপি অ্যান্ড হেড অব রিটেইল অ্যাসেট অসিম কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের বিভিন্ন শাখার ৩৩ জন কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।