অবৈধপথে মালয়েশিয়া : এক দিনের রিমান্ডে ১৭ দালাল


প্রকাশিত: ০১:১২ পিএম, ২৪ নভেম্বর ২০১৪

মালয়েশিয়ায় মানবপাচারের মামলায় মায়ানমারের নাগরিকসহ ১৭ দালালকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভূইয়ার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর হোসেন প্রত্যেককে সাত দিনের রিমান্ড হেফাজতে নিতে আদালতে আবেদন করেছিলেন।
 
মোহাম্মদ আলমগীর জানান, মানবপাচার মামলায় ১৪ মায়ানমার নাগরিক এবং তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করেছিলাম। কিন্তু আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ডে দিয়েছেন। এদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মানবপাচারের মুলহোতাদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।
 
গত ১৮ নভেম্বর গভীর সমুদ্র থেকে ২৫ মিটারের কাঠের নৌকা থেকে ৬২৫ জন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করে নৌবাহিনী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।