সিপাহী জনতাই জিয়াকে ক্ষমতায় আনে : এমাজউদ্দিন


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৬

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দায়িত্ব পাননি। ক্ষমতা শূন্য স্থানে সিপাহী বিপ্লবের মাধ্যমে তাকে নিয়ে আসা হয়। এজন্য দায়ী সিপাহী জনতা।

সোমবার বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, সামরিক কোনো শক্তি দিয়েও জিয়াউর রহমান ক্ষমতায় আসেননি। সিপাহী জনতা জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছে। ৬ নভেম্বরও কোনো সরকার ক্ষমতায় ছিলো না বলেও জানান এমাজউদ্দিন।

জাতীয়তাবাদী দল বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমাজউদ্দিন আহমেদ বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য জিয়া কাজ করেছেন। দক্ষিণ এশিয়ার এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের সম্পর্কের সূত্রপাত করেছেন জিয়া।

সাধারণ মানুষের সম্পৃক্ততা না থাকলে বৃহৎ কোনো কাজে সফলতা আসে না বলেও জানান তিনি।

অনিশ্চয়তার পরিবর্তে শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করার দাবি জানান এমাজউদ্দিন আহমেদ।

এমএম/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।