খিলগাঁওয়ে কিশোরীর ‘রহস্যজনক’ মৃত্যু
রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বড়বাড়ি এলাকায় মোছা. সুমা আক্তার (১৪) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুল জব্বার জানান, আমি সিএনজিচালক। আমাদের বাড়ির পাশে খলিল নামের এক যুবকের সঙ্গে সুমার সম্পর্ক হয়। আজ তাদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে রুমে গিয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার কাঁচতুল গ্রামে। বর্তমানে খিলগাঁও মেরাদিয়া বড়বাড়ি এলাকায় থাকি। তিন বোনের মধ্যে সুমা ছিল বড়। ওই এলাকায় একটি অ্যামব্রয়ডারি কারখানায় কাজ করতো।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা নিহতের বাবার কাছ থেকে জানতে পারি আব্দুল খলিল নামের এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। সে কীটনাশক পান করেছিল নাকি অন্য কিছু হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল আমিন/একেআর/এএসএম