মোসাদ্দেকের ভাবনায় এশিয়া ও বিশ্বকাপ


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৮ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

এশিয়া ও বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণের জন্য জিম্বাবুয়ে সিরিজকেই বেছে নিলেন উদীয়মান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। আগামী মাসেই ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। এর পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে ভারতে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। এই দুই সিরিজে দলে জায়গা করে নিতে সুযোগ পেলে নিজের সেরাটা ঢেলে দেবেন বলেও জানালেন মোসাদ্দেক।

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সৈকত বলেন, ‘যেহেতু এটা পরীক্ষা নিরীক্ষার সিরিজ। সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ আছে। আমি চিন্তা করছি, যদি এখানে ভালো কিছু করতে পারি, তাহলে হয়তো এশিয়া এবং বিশ্বকাপে সুযোগ পেয়ে যাবো। এটা আমার মাথার ভেতর আছে, দুটো ম্যাচ যদি খেলতে পারি চেষ্টা করবো ভালো কিছু করার।’

তবে আগামী টুর্নামেন্টের জন্য জায়গা পেতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে জায়গা নিশ্চিত করতে হবে। এরপর ভালো পারফরমেন্স দিয়েই নির্বাচকদের নজরে আসতে হবে মোসাদ্দেককে। সেটা কতটুকু সম্ভব হবে, বলা মুস্কিল। তবে পরীক্ষা নিরীক্ষার পরবর্তী ম্যাচে খেলার সম্ভবনার কথা জানতে চাইলে বলেন, ‘পরীক্ষা নিরীক্ষা কি আছে তা আমি বলতে পারবো না। তবে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করছি, প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছি। যদি খেলার সুযোগ পাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো।’

ব্যক্তিগতভাবে একটু স্ট্রোক করেই খেলতে পছন্দ করেন বলে জানান সৈকত। তার পছন্দের জায়গা চার/পাঁচ। তবে দলের প্রয়োজনে যে কোন পজিশনে খেলতে রাজি আছেন এই তরুণ। এমনকি দলকে সহয়তা করতে বল হাতে তুলে নিতে হলেও তাতেও শতভাগ দিবেন বলে জানান তিনি।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।