ইবির প্রথম নারী ডিনের দায়িত্ব গ্রহণ


প্রকাশিত: ১১:১৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইতিহাসে প্রথম নারী ডিন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. নুরুন নাহার। আইন ও শরীয়াহ অনুষদের ডিন হিসেবে সোমবার বেলা ১১টায় অনুষদের সভাকক্ষে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

অনুষদ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ইবির ইতিহাসে সর্ব প্রথম নারী ডিন হিসেবে প্রফেসর ড. নুরুন নাহারকে নিয়োগ দেন। আর সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

আইন বিভাগের সহকারী প্রফেসর আরমিন খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. আব্দুল করিম খান, সদ্য বিদায়ী ডিন প্রফেসর ড. জহুরুল ইসলাম, সাবেক ডিন প্রফেসর ড. আক্রাম হোসাইন মজুমদার, বিভাগীয় সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল।

এ সময় প্রফেসর ড. নুরুন নাহার বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ব প্রথম নারী ডিন হিসেবে নিয়োগ দেয়ায় আমি গর্ববোধ করছি। অনুষদের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পেলে একাডেমিক উন্নয়ন, সেশনজট নিরসন ও অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব বলেও জানান তিনি।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।