ঈদে বিআরটিসির ৯০০ স্পেশাল বাস


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৫ জুলাই ২০১৪

ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৪ জুলাই ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। এ সময় ঢাকা থেকে বিভিন্ন জেলায় মোট ৯০০টি বাস চালু থাকবে বলে জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর তেজগাঁও-এর বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিআরটিসি অ্যাসোশিয়েশন আয়োজিত অটোট্রান্সমিশন সম্বলিত ট্রেনিং কারের উদ্ধোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিসির সংশ্লিষ্ট কেউ যদি যাত্রীদের হয়রানি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য একটি মনিটরিং টিম কাজ করবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।