কারওয়ান বাজারে পর্নো সিনেমা বিপণন : আটক ২৫
রাজধানীর কারওয়ান বাজারে পর্নোগ্রাফি বিপণনের সময় ২৫ ব্যক্তিকে আটক করেছে র্যাব-২। রোববার রাতে কারওয়ান বাজারের ২নং সুপার মার্কেট থেকে তাদের আটক করা হয়।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অসাধু চক্রটি বিভিন্ন প্রকার পাইরেসিকৃত ও পর্নো সিনেমা ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করে মোবাইলের মেমোরি কার্ড দ্বারা ট্রান্সফার করতো।
এ ধরনের কাজের মাধ্যমে পাইরেসি ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০০০ (সংশোধনী ২০০৫) লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন, সাদ্দাম হোসেন (২৩), মো. সজীব (১৯), মো. ইয়াসিন আরাফাত (২২), লিটন আহমেদ (২৩), মো. সুজন মিয়া (২০), মাহাবুর রহমান (১৯), পলাশ মোল্লা (২৫), আল-আমিন (১৮), মো. শাহীন (১৮), মো. মিলন (১৯), মো. নয়ন (২০), মো. আরিফুর রহমান (১৮), আরমান আহমেদ (১৯), সজীব মিয়াজী (২২), মুজাহিদুল ইসলাম (২০), মো. লায়েছ (২৫), আকাশ খান (২০), মো. সাহাবুল ইসলাম (২২), মো. জহিরুল ইসলাম জনি (১৯), মো. মুক্তার হোসেন (২১), মো. রেজাউল করিম (২৪), মো. সবুজ (১৮), মো. নোমান (২০), মো. সাগর (১৯), মো. পারভেজ (১৯)।
এসময় তাদের কাছ থেকে ৪৬টি মনিটর, ৪৬টি সিপিইউ, এবং ৩২৫টি বিভিন্ন ধরনের কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। অভিযানের নেত্বতৃ দেন র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সালাউদ্দিন মাহমুদ।
এআর/এসকেডি/পিআর