বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক জহুর আলী (৩৮) নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ২০ জন আহত হয়েছেন। নিহত জহুর আলী উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর গ্রামের মৃত মনোহর আলীর ছেলে।
সোমবার উপজেলার বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, হারিছ আলী, গিয়াস উদ্দিন, কামাল আহমদ, আমির আলী, মজর আলী, কবির আহমদ, স্বপন আহমদ, লিয়াকত আলী, মজর আলী, সাহেল আহমদ, কুতুব উদ্দিন, রাজু মিয়া, ফয়জুল মিয়া। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, সরকারি খাস জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে রোববার দুপুরে বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিনের মধ্যে কথা কাটাকাটি হয়। আর এরই জের ধরে সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ঘটনাস্থলেই আয়াস আলী পক্ষের জহুর আলী নিহত হন এবং উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
ছামির মাহমুদ/এআরএ/পিআর