রাজধানীতে জমজমাট আতর-টুপি-জায়নামাজের বাজার
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমজমাট টুপি, জায়নামাজ ও আতরের দোকানগুলো। অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে এসব সামগ্রী।
রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ঘুরে দেখা গেছে, ভেতরের দোকানের পাশাপাশি বাইরেও অসংখ্য দোকান বসেছে। এসব দোকানে রয়েছে টুপি, জায়নামাজ, আতর, তজবিসহ নানান সামগ্রী। তবে ঈদকে কেন্দ্র করে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে টুপি ও আতর। অন্যান্য সময়ের তুলনায় দোকানিদের ভালো বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, গত দুই বছর সেভাবে ব্যবসা না হলেও এবার বেচাকেনা ভালো। গত সপ্তাহ থেকে ঈদকেন্দ্রিক কেনাকাটা শুরু হয়েছে। এই এক সপ্তাহে অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে। তবে কেউ কেউ বলছেন গত সময়ের তুলনায় ব্যবসা কিছুটা কম।
এছাড়াও সৌদি, দুবাই, ভারতসহ বিভিন্ন দেশের তৈরি আতর বিক্রি হচ্ছে। টুপি ৫০ টাকা থেকে শুরু করে পাঁচশত টাকায়ও বিক্রি হচ্ছে। এছাড়া সৌদি, তুরস্ক ও বাংলাদেশি জায়নামাজ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। বিভিন্ন প্রকারের তসবিও বিক্রি হচ্ছে নানা দামে।
টুপি বিক্রেতা মো. মাহবুব আলম জাগো নিউজকে বলেন, অন্যান্য সময়ের তুলনায় টুপি এখন বেশি বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে ঈদের কেনাকাটা শুরু হয়েছে, এই কয়দিনে ভালো বিক্রি হয়েছে। গত দুই বছর তো সেভাবে ব্যবসা করতে পারিনি, কিন্তু এবার বেচাকেনা ভালো হচ্ছে। অন্যান্য সময় প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হতো, এখন ২০ হাজার টাকার মতো বিক্রি হচ্ছে প্রতিদিন।
আরেক টুপি বিক্রেতা মো. জিহান বলেন, আলহামদুলিল্লাহ বিক্রি বেশ ভালো হচ্ছে। আজকে একটু কম হলেও গতকাল ও পরশু ভালো হয়েছে। ইনশাল্লাহ সামনের কয়েকদিন ভালো বিক্রি হবে বলে আশা করি। ঈদের আগে দোকান খোলা থাকলে ভালোই বিক্রি হয়। ঈদে তো টুপি, আতর লাগেই। গত দুই বছর ব্যবসা করতে পারিনি, এবার যদি আল্লাহ রিজিকে রাখেন তাহলে হয়ত ক্ষতি পোষাতে পারবো সেই আশা করি।
জায়নামাজ বিক্রেতা বেলাল হোসেন জাগো নিউজকে বলেন, বেচাবিক্রি ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। চলছে মোটামুটি ভালোই। আমি সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত বিক্রি করছি। তবে যা আশা করেছিলাম তার তুলনায় কিছুটা কম। গত দুই বছর ব্যবসা করতে পারিনি, রোজা তো প্রায় শেষ আর আটটা বাকি। গত দুই বছর আগে রমজানে যেই পরিমাণ বিক্রি হতো সেই তুলনায় ব্যবসা কিছুটা কম। হয়ত সামনের দিনগুলোতে আরো ভালো বিক্রি হবে।
আতর বিক্রেতা সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, বেচাবিক্রি প্রায় একই রকম। বায়তুল মোকাররমে সারা বছরই আতর বিক্রি হয়। তবে রমজান মাস আসলে একটু বেশি হয়। ঈদকে কেন্দ্র করে আতর-তজবিহ যতটা বিক্রি হয় তার চেয়ে বেশি রমজানে বেচাকেনা ভালো হয় অন্যান্য মাসের তুলনায়। অনেক যুবক-যুবতী আতর ব্যবহার করে। কারণ আতর এখন অনেকটা পারফিউম কোয়ালিটির, অ্যালকোহল ছাড়া ভালো কোয়ালিটির পাওয়া যায় তাই আতরটা একটু বেশিই চলে।
টুপি-আতর কিনতে আসা সোলায়মান চৌধুরী জাগো নিউজকে বলেন, ঈদে নতুন পাঞ্জাবির সঙ্গে নতুন টুপিটা কেনা হয় সবসময়। আমার ও ছেলের জন্য দুইটি টুপি নিলাম তিনশ’ টাকায়। তবে দামটা একটু বেশি মনে হচ্ছে। আগে এসব টুপি একশ’ টাকা করে কিনতাম। এখানে আতর আর টুপি কিনতেই এসেছি।
আইএইচআর/এমআরএম/জিকেএস