গণতন্ত্র সমুন্নত রাখতে গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সাধারণ জনগণের কথা তুলে ধরে, সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখতে গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সোমবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি হলে এশিয়ান টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

স্পিকার বলেন, গণমাধ্যম একটি বিকাশমান খাত। জনমত গঠনে এ খাতের ভূমিকা অপরিসীম। সাধারণ মানুষের কথা তুলে ধরে জনমত গঠন এবং গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মীদের কাজ করতে হবে।

এর আগে স্পিকার এশিয়ান টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ, রুস্তম আলী ফরাজী এমপি, সাবিনা আক্তার তুহিন এমপি, এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুনার রশিদসহ এশিয়ান টিভির উচ্চ পদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পরে স্পিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এইচএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।