লাগাতার কর্মবিরতির হুমকি শিক্ষক সমিতির


প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

এক সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের শর্তহীন ৮ম পে-স্কেল বাস্তবায়ন না হলে লাগাতার কর্মবিরতির হুমকি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংগঠনের নেতারা এ হুমকি দেন। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম বলেন, শিক্ষক-কর্মচারীরা সবসময় কোনো রকম শর্ত ছাড়াই জাতীয় বেতন স্কেল পেয়ে আসছেন। শিক্ষামন্ত্রী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৮ম বেতন পে-স্কেল দেয়ার ঘোষণাও দিয়েছেন। ২০ ডিসেম্বর  শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে। প্রজ্ঞাপনে অনুদান-সহায়তা উল্লেখ আর শর্ত দিয়ে শিক্ষকদের অসম্মান করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো বলেন, একটি মহল সরকারের শিক্ষাক্ষেত্রে সফলতাকে ম্লান করার জন্য একটি মীমাংসিত বিষয়কে জটিল করে শিক্ষক-কর্মচারীদের অকারণে আন্দোলনের মুখে ঠেলে দিচ্ছে। এক সপ্তাহের মধ্যে শর্তহীন ৮ম পে-স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন প্রত্যাহার না করা হলে সারাদেশে লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুমকি দেন তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, আলী আসগর হাওলাদার ও অলকা ঘোষ প্রমুখ। মানবন্ধন শেষে শর্তহীনভাবে পে-স্কেল বাস্তবায়ন ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষক নেতারা।

এনএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।