বিমান বাহিনীতে চাকরি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৫০ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬ বিএএফএ কোর্সে প্রশিক্ষণ শেষে সরাসরি ‘ফ্লাইং অফিসার’ পদে কমিশন দেওয়া হবে। আগ্রহীরা উল্লেখিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
কোর্সের নাম: ৭৬ বিএএফএ কোর্স

পদের নাম: ফ্লাইং অফিসার
শিক্ষাগত যোগ্যতা: জিডি (পি), লজিস্টিক, এটিসি এডিডব্লিউসি, মেটিয়রলজিতে এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০। ইঞ্জিনিয়ারিং শাখায় এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ ৪.৫০। অ্যাডমিনে যেকোনো বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ ৪.৫০। ফিন্যান্স শাখায় এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৫০/ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪.০০।

সুযোগ: ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীরাও আবেদন করতে পারবেন।

বেতন: প্রশিক্ষণকালীন ১০,০০০ টাকা।

প্রশিক্ষণকালীন প্রাপ্ত ডিগ্রি: অফিসার ক্যাডেটরা প্রশিক্ষণকালীন বিইউপির অধীনে বিএসসি (সম্মান) অ্যারোনটিকস ও বিবিএ ডিগ্রি এবং এমআইএসটির অধীনে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে পারবেন।

পরীক্ষার সময়সূচি
air-force-jobs
বিস্তারিত: আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.joinbangladeshairforce.mil.bd তে প্রবেশ করতে পারেন।

সূত্র: ইত্তেফাক, ১৬ জানুয়ারি ২০১৬

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।