শাপলা সপর্যিতার প্রেমের কবিতা


প্রকাশিত: ০৬:১৫ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

স্নানঘরে একা

একা একা স্নানঘরে। আজই ভোরে।
তোমার দাঁতে কাটা সুখগুলি
ফুল হয়ে ওঠে ফোঁটে, আমার গোপনে। যুগলে।
উন্মত্ত অধীর ছিলে কি খুব, আড়ালে।
আমার দিগন্ত। অসীম খোলাজল। ঘনীভূত একাকী।
নিমগ্ন ভালোবাসায় নেমে গেছি। অতল গভীর। ধীর।
গন্তব্য সেও নিশ্চিত। কত যে নিশা তখন।
আমরা মিথুন। বেদনাহত। দাহ্য প্রেমের গভীর সংরাগে
চাঁদ জেগেছিল কত রাত? আমাদের পাশে? তারপর?
কিংবা ধবল পূর্ণিমা অথবা অমাবস্যা।উর্বর শস্যভূমি
পেয়েছিল এক আদিম কিষাণ। কর্ষণে কর্ষণে জন্মেছিল
কত না প্রাণ আবেগে। অঞ্জলি ভরে লয়েছিল নিজেরই আত্মার ঘ্রাণ
এক অধরা মাধুরি। মধুরিমা লয়ে আমি উড়ে গেছি।
ঠোঁটে চিবুকে কপালে। অসীমে। নিয়ে তোমার দাঁতে কাটা প্রেমগুলি
আরক্ত যাতনাবিধুর। তবু এই যাতনারে ভালোবাসি বলে
ভুল করে বুঝি তোমারেই ভালোবাসি বারে বারে। যতনে।

আদ্যোপান্তের গালগল্প

আলো নেই জল অন্ধকার
জলে আকাশের ছায়া নেই তাল বন্ধ তার
তাল তরঙ্গহীন রাত নির্মম ঝিম
রিমঝিম বৃষ্টিহীন ধূসর পাহাড়
ঝর্না নেই পাহাড় অবিরল সুরাখ।
রং নেই, প্রজাপতি ডানা মেলেছে তার
মাছি কি পেয়েছে মৌ, ফুলের সুবাস!
বাতাসে ছন্দ কি তুলেছে গোলাপ!
আকাশেরে জীবন দেবে কি গো চাঁদ!
জোৎস্নার শব ঘিরে রয়েছে বাতাস!
পিপীলিকা ক্লান্তিহীন খুঁজে চলেছে
দিনের স্মৃতি। কাটা পাতা।
জলে যে আগুন জ্বলে, জানো সখা?
জানো কি তার যাতনার কথা!
যাতনার সখা যায় কি পাওয়া জীবনের দামে?
সখা যদি কোনোদিন বেদনারে ভালোবাসে!! বেদনা।
যাতনা নিশিদিন শুধু কেন আমারেই বেঁধে রাখে।
কেবলই পোড়ায় একাকী দারুণ দহনে।।

নীরবতা

কাঁটাগুলো কোনো একদিন বেজে উঠবে।
এই ভেবে ফুল থেকে সরে আসি।
ভুল হয়ে যায় যদি কোনো। দারুণ ভালোবাসাবাসি!
আঁধারে রুদ্র বুনে যাই। বেদনার ক্ষতগুলো কত যে ফুল
হয়ে ফোঁটে। গোপনে বিষাদে। হর্ষে মিলাই তারে
জানো কি কত যে করুণ বিনাশে!
ঐ হাসিটুকু থাক। বরং ফুল হয়ে ভরা থাক সুধা।
কাটায় কান্নায় ক্ষরণে দহনে দেখা নাই হলো।
ও ফুল তুমি ফুটে থাকো
একা একা নীরব প্রহরে......

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।