কুড়িগ্রামে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১৮ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে আব্দুল গণি নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। এ ঘটনায় আহত আরো দু’জনকে ধরে নিয়ে গেছে তারা। তবে আহতদের নাম পাওয়া যায়নি। এরা সবাই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে গণিসহ কয়েকজন সীমান্তের ৯৮৮ নম্বর পিলারের কাছে গরু পাচার করতে গেলে বিএসএফের হাতে ধরা পড়েন। পরে বিএসএফ পিটিয়ে হত্যা করে গণিকে। বাকী দু’জনকে ধরে নিয়ে যায়। দুপুর ১২টার দিকে বিজিবি জানায়, আহত দু’জনের মধ্যে একজন পালিয়ে আসতে পেরেছে বলে শোনা গেছে। তবে নিশ্চিত হওয়া যায়নি।

কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন একজনকে পিটিয়ে হত্যার বিষয়টি স্বীকার করে বলেন, দু’জনকে ধরে নিয়ে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। আমরা সরেজমিন এসেছি। পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।  

নাজমুল হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।