আজকের এইদিনে : ১৮ জানুয়ারি ২০১৬
১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশী কবি এবং গীতিকার আজিজুর রহমান জন্মগ্রহণ করেন।
১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ- ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়।
১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী (১৯০৭)ইংরেজ সাহিত্যিক রুডিয়ার্ড কিপলিংয়ের মৃত্যু।
১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ– সোভিয়েত ইউনিয়নের বাহিনী রাশিয়ার লেনিনগ্রাড শহরটিকে নাৎসি জার্মান বাহিনীর কবল থেকে মুক্ত করে।
১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক মোনাজাত উদ্দিনের জন্ম।
১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে সঙ্গীতশিল্পী ও অভিনেতা কুন্দনলাল সাইগলের মৃত্যু।
১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গান্ধী তার ১২১ ঘন্টার অনশনের অবসান ঘটিয়েছিলেন।
১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার জন্মগ্রহণ করেন।
১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে জাপান জাতিসংঘে যোগদান করে।
১৯৭৮ খ্রিস্টাব্দের এই দিনে নর্দার্ন আয়ারল্যান্ডে বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য সরকার ইউরোপের মানবাধিকার আদালতে দোষী সাব্যস্ত।
১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের বিপ্লবী জনগণ স্বৈরচারী শাহ সরকারের শেষ প্রতিনিধি অর্থাৎ শাপুর বখতিয়ারের সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করে।
১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতি ও আইনজীবী হামিদুল হক চৌধুরীর মৃত্যু।
১৯৯৭ খ্রিস্টাব্দের এই দিনে একাকী এবং কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা পাড়ি দেন নরওয়ের বোর্জ অসল্যান্ড।
১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে দ্রুজ রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয়।
২০০২ খ্রিস্টাব্দের এই দিনে সিয়েরালিয়নে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।
২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে সংযুক্ত আবর আমিরাতে প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়।
এইচআর/এমএস