শাহজালালে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ


প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৪ নভেম্বর ২০১৪

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার ভোর ৫ টার দিকে মুহাম্মদ ইসমাইল নামে পাকিস্তানের এক নাগরিকের কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।

ইজি স্পেশাল গোল্ড ব্র্যান্ডের এসব সিগারেটের মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছে শুল্ক বিভাগ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান জানান, করাচি থেকে দোহা হয়ে কাতার এয়ারলাইনসে করে ভোরে ঢাকায় আসেন ইসমাইল। ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ বাক্যটি মোড়কে উল্লেখ না থাকায় আমদানি-নিষিদ্ধ পণ্য হওয়ায় সিগারেটের কার্টনগুলো জব্দ করা হয়েছে।

কার্টনগুলো শুল্ক গুদামে জমা করে বিভাগীয় মামলা করা হয়েছে বলেও জানান উপপরিচালক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।