ফরিদপুরে তিন দিনব্যাপি ডিজিটাল মেলা শুরু


প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুরে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। রোববার বিকেলে শহরের অম্বিকা ময়দানে জেলা প্রশাসক সরদার সরাফত আলী এই মেলা উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, প্রফেসর মোহম্মদ শাহাজাহান প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ড. কামরুজ্জামান সেলিম, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাহিন, মনদীপ ঘরাই প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।

শিক্ষা ক্ষেত্রে আইসিটির ব্যবহার, ই-কমার্সের প্রচারসহ তথ্য প্রযুক্তির বহুমুখী ব্যবহারের বাস্তব প্রয়োগ, মেলায় নাগরিক সেবায় উদ্ভাবনসহ বিভিন্ন পণ্যের সৃষ্টিশীল সামগ্রীর ২৮টি স্টল বসেছে।

আগামী মঙ্গলবার (১৯ জানুয়ারি) পর্যন্ত মেলায় আগত দর্শণার্থীদের জন্য স্টলগুলো প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

এস.এম. তরুন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।