বিশ্রামই দেয়া হয়েছে চিগুম্বুরাকে


প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মাঠে টস করতে যান হেমিল্টন মাসাকাদজা। তখন থেকেই গুঞ্জন নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা কেন দলে নেই। ইনজুরি না বিশ্রাম এই বিতর্কের পর রোববারের ভারপ্রাপ্ত অধিনায়ক মাসাকাদজা জানালেন বিশ্রাম দেয়া হয়েছে চিগুম্বুরাকে।

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন, ‘গত কিছুদিন ধরে সে (চিগুম্বুরা) টানা ক্রিকেট খেলেছে। ফলে এই ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।’

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এমন প্রশ্নে মাসাকাদজা বলেন, ‘তারা (কোচ এবং ম্যানেজমেন্ট) আমাদেরকে কী করতে হবে তা বলে দেন। আমাদের কাজ হলো তাদের কথা মেনে খেলা এবং সামনে যে পরিস্থিতি আসে তাতে মনোযোগ দেয়া।’

পরের ম্যাচে চিগুম্বুরা ফিরবেন কি-না জানতে চাইলে ভারপ্রাপ্ত এই অধিনায়ক বলেন, ‘দল কেমন হবে, সে বিষয়ে আমি এখনো নিশ্চিত নই। আমার মনে হয় মিটিংয়ে বসে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

নিয়মিত অধিনায়ককে ছাড়া এদিন সুবিধা করে উঠতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে ১৬৩ করলেও এদিন ১৬৮ রান তাড়া করতে গিয়ে ভেঙে পরে জিম্বাবুয়ের ব্যাটিং স্তম্ভ।

এই প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় ১৬৮ রান তাড়া করার মতো লক্ষ্য ছিলো। ১৬০-এর সামান্য বেশি রানে বাংলাদেশকে আটকে ফেলায় বোলাররা দারুণ করেছে। তবে ব্যাটসম্যানদের আরো একটু ভালো খেলার দরকার ছিলো।’

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।