সংঘর্ষ ঠেকাতে রাস্তায় ২৫০ পুলিশের ইফতার
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০২২
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঠেকাতে গিয়ে ঘনিয়ে আসে ইফতারের সময়। এ সময় সেখানে দায়িত্বরত প্রায় ২৫০ পুলিশ সদস্য ইফতার করেন রাস্তায়ই। ইফতারে তাদের সঙ্গে যোগ দেন সেখানে অবস্থান নেওয়া সাংবাদিকরাও।
তবে ইফতারের সময়ও সচেতন অবস্থায় ছিলেন পুলিশ সদস্যরা। কারণ ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মাঝে মাঝেই বেরিয়ে আসছিল। এর ফলে কোনোভাবেই মাঠ ছাড়ার সুযোগ পায়নি পুলিশ।
এমতাবস্থায় রাস্তায়ই ইফতার সেরে নিতে বাধ্য হয় তারা। এ সময় পুলিশ সদস্যদের অনেককে রাস্তার মাঝে দাঁড়িয়ে ও বসে ইফতার করতে দেখা গেছে।
কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সকাল ৮টার পরে ঘটনাস্থলে এসেছেন। নিয়মিত ডিউটির ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের ছুটি হয়নি। বেশিরভাগ পুলিশ সদস্য রোজা থেকেই সারাদিন ডিউটি করেছেন। পরিস্থিতি সামাল দিতে মাঠে থেকে কাজ করেছেন। সারাদিন দফায় দফায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণ করতে করতে তারা এখন অনেকটাই ক্লান্ত।
ক্লান্তির বিষটি স্বীকার করেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, সারাদিন ডিউটি করা ও এই অবস্থা সামাল দিতে দিতে অনেকটাই ক্লান্ত এখানের ডিউটিরত সদস্যরা। প্রায় ২৫০ পুলিশ সদস্য ডিউটিরত অবস্থায় ইফতার সেরেছেন এখানে।
এক পুলিশ সদস্য বলেন, আজ শুধু নয়, প্রায় সময় এমন ঘটনা ডিউটি পড়লে আমাদের মাঠেই ইফতার ও সেহরি সারতে হয়। অনেকেই ভাবেন পুলিশ শুধু বেতন নেয় কিন্তু মাঠে কাজ করা যে কত কষ্ট তা যারা থাকে তারাই বোঝে ও জানে। তবে ভালো লাগছে আমাদের স্যাররাও (পুলিশের সিনিয়র কর্মকর্তা) ইফতারি করছেন আমাদের সঙ্গে।
টিটি/এমপি/এমএস