ঢাকা কলেজের পাশে ইডেনের শিক্ষার্থীরা
জাগো নিউজ টিম জাগো নিউজ টিম
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৯ এপ্রিল ২০২২
নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে ইডেন মহিলা কলেজের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা বলেন, ঢাকা কলেজ যৌক্তিক সব আন্দোলন-সংগ্রামে সবার আগে থাকে। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় ‘ঢাকা কলেজের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ইডেন কলেজ আসছে, রাজপথ কাঁপছে’ স্লোগান দিতে থাকেন।
টিটি/আরএসএম/এএএম/আল সাদী ভূঁইয়া/নাহিদ হাসান/কেএসআর/এমএস
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।