নিউমার্কেটে সংঘর্ষে দায়িত্ব পালনকালে আহত ১১ সাংবাদিক
জাগো নিউজ টিম জাগো নিউজ টিম
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৯ এপ্রিল ২০২২
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের চলমান সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত অন্তত ১১ জন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকেরা বলছেন, সংঘর্ষে জড়ানো দুপক্ষের ঔদ্ধত্যপূর্ণ আরচণেরও শিকার হয়েছেন তারা অনেকে।
সংঘর্ষ চলাকালে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা কয়েকজন সাংবাদিককে হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করে। এছাড়া পুলিশের ছোড়া টিয়ার গ্যাস ও ইটের আঘাতেও আহত হন অনেক সাংবাদিক। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা সংঘর্ষের সময় এসব হামলার শিকার হন তারা।
হামলার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন- আজকের পত্রিকার রিপোর্টার আল আমিন রাজু, ডেইলি স্টারের ফটোগ্রাফার প্রবীর দাস, ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন মাহির, মাল্টিমিডিয়া প্রতিবেদক ইকলাচুর রহমান, বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহেদ শফিক, দীপ্ত টিভির প্রতিবেদক আসিফ সুমিত, এসএ টিভির প্রতিবেদক তুহিন, ক্যামেরাপারসন কবির হোসেন, আরটিভির ক্যামেরা পারসন সুমন দে, মাই টিভির প্রতিবেদক ড্যানি, জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময় ও মানবজমিনের ফটোসাংবাদিক জীবন।
এরমধ্যে দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদক আল আমিন রাজু ও ডেইলি স্টারের ফটোগ্রাফার প্রবীর দাসকে হকিস্টিক দিয়ে পিটিয়েছে হেলমেটধারী দোকান কর্মচারীরা।
এছাড়া পুলিশের ছোড়া টিয়ারগ্যাসে আহত হয়েছেন জাগো নিউজের তৌহিদুজ্জামান তন্ময়, ঢাকা পোস্টের জসীম উদ্দীন আর রাবার বুলেটে আহত হয়েছেন মানবজমিনের জীবন।
সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষ চলে। রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এরপর মঙ্গলবার সকালে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা আবারও অবস্থান নিলে ব্যবসায়ীদের সঙ্গে ফের সংঘর্ষ শুরু হয়। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ছোড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। সংঘর্ষের একপর্যায়ে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেয়।
বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। দুপক্ষই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে। অনেকে হেলমেট পরে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।
টিটি/আরএসএম/এএএম/আল সাদী ভূঁইয়া/নাহিদ হাসান/এমকেআর/এমএস