ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে চিকিৎসা নিচ্ছেন আহত শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৯ এপ্রিল ২০২২
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের টিয়ারগ্যাস ও ইট পাটকেলের আঘাতে আহত শিক্ষার্থীদের কলেজের টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া কলেজের ভেতরে বিক্ষোভ জানিয়ে নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজের ভেতরে ঘুরে এ চিত্র দেখা যায়।
ঢাকা কলেজ রেড ক্রিসেন্টের সদস্য রাজু জানায়, আমরা সকাল থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এর মধ্যে অনেকে ছিল টিয়ারশেল ও ইট পাটকেলের আঘাত প্রাপ্ত। যাদের হাত-পায়ের ক্ষত বেশি বা ভেঙে গেছে তাদের আমরা পার্শ্ববর্তী হাসপাতাল গুলোতে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
এএএম/আরএডি/এএসএম
টাইমলাইন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।