ব্যবসায়ী-পুলিশের দখলে নিউমার্কেট এলাকা
জাগো নিউজ টিম জাগো নিউজ টিম
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৯ এপ্রিল ২০২২
নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের পর দুপুরের পর থেকে সড়ক দখলে নিয়েছেন ব্যবসায়ী ও পুলিশ সদস্যরা। এ সময় শিক্ষার্থীদের সড়কে দেখা যায়নি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২টার পর নিউমার্কেট এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, পুলিশ ২টার পর ঢাকা কলেজের গেটের সামনে থেকে টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। এসময় নিউমার্কেটের সামনে অবস্থান নিয়ে থাকা ব্যবসায়ী ও দোকানকর্মীরা পুলিশের সঙ্গে ঢাকা কলেজের দিকে এগুতে থাকেন।
সড়কে পুলিশ ও ব্যবসায়ীরা থাকলেও কোনো শিক্ষার্থীকে সেখানে দেখা যায়নি৷ শিক্ষার্থীরা বেলা পৌনে ২টার দিকে কলেজে ঢুকে যান৷
এদিকে পুলিশ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে টিয়ারশেল নিক্ষেপ করলেও ব্যবসায়ীরা বাইরে ছিলেন উত্তেজিত অবস্থায়।
এর আগে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর শুরু হয় সংঘর্ষ। সকাল সাড়ে ১০টার পর থেকে নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।
টিটি/আরএসএম/এএএম/আল সাদী ভূঁইয়া/নাহিদ হাসান/এমএইচআর/জেআইএম