এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের স্মারকলিপি প্রদান


প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৬
ফাইল ছবি

এমপিওভুক্তির দাবিতে শিক্ষাসচিবকে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতারা।

রোববার দুপুরে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন ননএমপিওভুক্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতারা।

জানা গেছে, মো. সোহরাব হোসাইনের সঙ্গে দেখা করে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন স্মারকলিপি প্রদান করেন।
 
স্মারকলিপিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টপদে নিয়োগ পেলেও তাদের এমপিওভুক্ত করা হচ্ছে না। ফলে হাজারো শিক্ষক পরিবার নিয়ে মানবতের জীবনযাপন করছেন। ২০১১ সালের ১৩ নভেম্বর জারিকৃত প্রজ্ঞাপন এবং পরবর্তী সময়ে এমপিওভুক্তির ক্ষেত্রে আরোপিত শর্তসমূহ বাতিল করার দাবি জানিয়েছেন তারা।
 
প্রদীপ চন্দ্র জানান, শিক্ষাসচিব তাদের বক্তব্য ধৈর্য্যধরে শুনেছেন ও বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। দাবি পূরণ না হলে ফেব্রুয়ারি মাস থেকে কঠোর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এনএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।