খুবিতে শিক্ষক সমিতির মানববন্ধন


প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পাশাপাশি শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে কর্মস্থলে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেবেন বলে অনুরোধ জানান শিক্ষকরা।

সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড মো.  সারওয়ার জাহান। আজও বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে শিক্ষকবৃন্দ বিরত রয়েছে। মানবন্ধনে সমিতির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।