এক চুমুতেই জরিমানা ২৫ লাখ টাকা


প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

চুমু খেয়ে জরিমানা গুণেছেন এমন মানুষকে সহজে খুঁজে পাওয়া খুবই কঠিন। কিন্তু এরকমই একটি ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। দেশটিতে বিষাক্ত এক চুমুতেই ২৫ লাখ টাকা (২২ হাজার পাউন্ড) জরিমানা গুণতে হয়েছে চীনা এক পর্যটককে।

এখন মনে প্রশ্ন জাগতেই পারে, কী এমন চুমু ছিল যার মূল্য এত বেশি। চুমু আবার বিষাক্ত হয় নাকি? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য অন্তত চুমু যিনি চুমু খেয়েছেন তার মুখেই শোনা গেলো সেই বিষাক্ত চুমুর কথা।

চীনা এক নারী পর্যটক থাইল্যান্ডের ফুকেতে ঘুরতে যান কিছুদিন আগে। সেখানে একটি জায়গায় বিভিন্ন ধরনের সাপের প্রদর্শনী চলছিল। ঘুরতে ঘুরতে প্রদর্শনী স্থলে পৌঁছে যান ওই নারী। এ সময় এক ব্যক্তি হাতে সাপ নিয়ে বিভিন্ন ধরনের কেরামতি দেখাতে ব্যস্ত ছিলেন। অত্যুৎসাহী ওই নারী নিজেকে আর ধরে রাখতে পারেননি।

ওই ব্যক্তির হাতে একটি পাইথন ছিল। পাইথনকে চুমু খাবেন বলে এগিয়ে যান ওই চীনা পর্যটক। ঠোঁট বাড়িয়ে দেয়া মাত্রই বিষাক্ত চুমু এসে পড়ে। পাইথনের চুমুতে গভীর ক্ষত হয় তার নাকে। চুমু খেয়ে সোজা হাসপাতালে দৌড়াতে হয়। নাকে বেশ কয়েকটি সেলাই পড়ে। চিকিৎসককে দিতে হয় ২৫ লাখ টাকা।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।