তাজরীন অগ্নিকাণ্ড : ২ বছরেও শুরু হয়নি বিচার


প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৪ নভেম্বর ২০১৪

আজ সেই ২৪ নভেম্বর। আজ থেকে ঠিক দুই বছর আগে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১১৭ জন পোষাকশ্রমিক নিহত হয়।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন আশুলিয়া থানায় একটি মামলা করে পুলিশ। তবে এখনো পলাতক আসামিদের ধরতে না পারায় এ মামলার বিচার গত ২ বছরেও শুরু হয়নি।

গ্রেফতারি পরোয়ানা জারি থাকার পরও ৪ আসামি পলাতক থাকায় মামলার অভিযোগ গঠনের শুনানিতে বিলম্ব হচ্ছে বলে জানান আদালতের পিপি।

মুখ্য বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ারুল কবীর বাবুল সাংবাদিকদের বলেন, পলাতক আসামিদের গ্রেফতার করার জন্য ও সম্পত্তি জব্দ করার জন্য তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত আদালতে এর কার্যকরের পক্ষে আদালতে কোনও রিপোর্ট আসেনি।

তিনি আরও জানান, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পুলিশকে এ ব্যাপারে প্রতিবেদন দিতে আদালত আদেশ দিয়েছেন।

গতবছর ৩১ ডিসেম্বর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত। প্রায় এক বছরেও এ মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, চার্জশীট-ভুক্ত ১৩ আসামির মধ্যে তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ৮ আসামি জামিনে ও একজন কারাগারে আটক রয়েছেন। বাকি ৪ জন পলাতক রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।