জিয়াউদ্দিনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ
জ্যেষ্ঠ কূটনীতিক মোহাম্মদ জিয়াউদ্দিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত (অ্যাম্বাসেডর এট লার্জ) হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। এই নিয়োগের ফলে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। জানা গেছে, পেশাগত জীবনে মোহাম্মদ জিয়াউদ্দিন একজন সফল কূটনীতিক। এর আগে সাফল্যের সঙ্গে তিনি বাংলাদেশের পক্ষে লন্ডন, নাইবোরি এবং নিউইয়র্কে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিশ্ব খাদ্য সংস্থাসহ বিশ্বের বিভিন্ন উন্নয়ন সংস্থায় বাংলাদেশের পক্ষে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ জিয়াউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।