রেডিসন মোড় থেকে গণপরিবহন চলছে না


প্রকাশিত: ০২:৪৮ এএম, ১৭ জানুয়ারি ২০১৬

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের কারণে রাজধানীর কয়েকটি স্থানে যান চলাচল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরই অংশ হিসেবে রোববার ভোর থেকে এমইএস বাসস্ট্যান্ড সংলগ্ন রেডিসন মোড় থেকে টঙ্গীগামী কোন বাস কিংবা গণপরিবহন ঢুকতে দেয়া হচ্ছে না।

সরেজমিন গিয়ে দেখা যায়, ডিএমপির পুলিশ সড়কের দু`পাশে ‘ডাইভারশন চলছে’ এর সাইনবোর্ড লাগিয়ে বাস, ট্রাক, রিকসা, ভ্যানগাড়ি ঢুকতে দিচ্ছে না। শুধুমাত্র প্রাইভেটকার ও মোটরসাইকেল তল্লাশি করে সড়কে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এসময় ইজতেমাগামী মুসল্লিদেরও পিক-আপকেও ঢুকতে দেয়া হচ্ছে না। ফলে বিপাকে পড়েছে হাজার হাজার মুসল্লি। পায়ে হেটে কুড়িল থেকে টঙ্গীর উদ্দেশ্যে রওনা হচ্ছে তারা।

এদিকে মুসল্লিদের পাশাপাশি দুর্ভোগে পড়েছে অফিসগামী সাধারণ মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বহন করা বাসও ঢুকতে দেয়া হচ্ছে না।

ADNAN

মুজিবর রহমান নামে এক যাত্রী বলেন, কোন ধরণের পূর্ব ঘোষণা এবং বিকল্প ব্যবস্থা ছাড়া হটাৎ করেই সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। যানবাহনগুলো তল্লাশি সাপেক্ষে অন্তত অফিসগামীদের বাসগুলো ছেড়ে দেয়া উচিত।

এদিকে গাড়ি ঘুড়িয়ে দেয়ার কারণে এমইএস বাসস্ট্যান্ড-রেডিসন মোড় থেকে বনানী-কাকলী মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বিদেশগামী যাত্রীরা।

সৌদি আরবের যাত্রী তনয় হাসান সকাল ১১ টায় ঢাকা বিমানবন্দর থেকে সৌদির ফ্লাইট ধরবেন। দীর্ঘ যানজটের কারণে বনানী থেকে পায়ে হেটে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এআর/জেইউ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।