সারাজীবন সুখে-শান্তিতে একসঙ্গে থাকতে চাই (দেখুন বিয়ের ছবি)


প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬
ছবি তুলে সহযোগিতা করেছেন শিথিল রহমান

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা নাঈম-নাদিয়া। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুই পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন দুজনে। শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হয়। মূলত এ অনুষ্ঠানের মাধ্যমেই মিডিয়ার সবাই জানতে পারেন বিয়ের খবরটি। বর্তমানে নাদিয়াকে উত্তরা সাত নম্বর সেক্টরে নিজের বাসায় নিয়ে আছেন নাঈম।


আচমকা তাদের এমন খবরে অবাক শোবিজের বাসিন্দারা। তবে সকলেই তাদের এই পরিণয়ে দারুণ খুশি। শনিবার সন্ধ্যায় মুঠোফোনে জাগো নিউজের সঙ্গে কথা মুঠোফোনে কথা বললেন নাঈম। আলাপের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো...


জাগো নিউজ : হঠাৎ বিয়েটা সেরে ফেললেন?
নাঈম : অনেকটা সেরকমই বলতে পারেন। তবে দুই পরিবার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেখানে কিছু বলার অপেক্ষা রাখে না। নাদিয়ার মায়ের সঙ্গে আমার বাবা কথা বলেছিলেন। পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়েছে।


জাগো নিউজ : বিয়ের আগে নাকি আপনারা গোপনে প্রেম করেছেন?
নাঈম : নাহ! এটা ভুল কথা। যারা এটা বলে বেড়াচ্ছেন আমি বলবো শ্রেফ এটি তাদের জানার ভুল। তবে আমাদের মধ্যে অত্যন্ত বন্ধুসুলভ আচারণ ছিল।


জাগো নিউজ : জাঁকজমক কোনো বিবাহোত্তর আয়োজন করার ইচ্ছা আছে?
নাঈম : হ্যাঁ, অবশ্যই। ধুমধাম করে বিয়ে করতে পারিনি বটে কিন্তু সবাইকে নিয়ে পার্টির আয়োজন করবো। তবে এরজন্য কিছুটা সময়ের প্রয়োজন সেইসঙ্গে নিজেরাও একটু গুছিয়ে উঠি। সবই হবে।


জাগো নিউজ : হানিমুনে কবে যাচ্ছেন?
নাঈম : এটাও কিছুটা দেরিতে হবে। কারণ আমার ফ্যামেলির বেশিরভাগই লোকজনই দেশের বাইরে থাকেন। তারা এই সময়টায় দেশে আসে। সবাইকে ছেড়ে বাইরে যাওয়াটা এখন উচিত হবে না। তাছাড়া দুজনেরই কাজের চাপ আছে। ভ্যালেন্টাইনের কাজ করছি কয়েকটা। কাজগুলো শেষ করতে সময় লাগবে। আশা করছি গ্রীষ্মের দিকে ইউএসএ হানিমুনে যাবো। সেখানে আমার চাচা থাকেন।


জাগো নিউজ : বিয়ের পর দুজনের পরিকল্পনা কী?
নাঈম : সবে তো জীবনের নতুন ইনিংস শুরু করলাম। অনেক দূর যেতে চাই আমরা। সারাজীবন সুখে-শান্তিতে একসঙ্গে থাকতে চাই। বাংলাদেশের প্রতিটি মানুষের দোয়া চাই। প্রত্যেক পরিবারের মা-বাবারা আমাকে সন্তান ভেবে, বোনরা ভাই ভেবে যেন আমাদের জন্য দোয়া করেন।


জাগো নিউজ : ধন্যবাদ নাঈম ভাই। নতুন জীবনে আপনাদের জন্য রইলো শুভ কামনা।
নাঈম : আপনাকেও ধন্যবাদ ভাই। জাগো নিউজের কাছেও ধন্যবাদ প্রকাশ করছি। সেইসঙ্গে পাঠকদের জানাই ভালোবাসা। বেশি বেশি দেশি অনুষ্ঠান দেখুন, বিনোদনের সঙ্গে থাকুন।

এনই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।