রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বৈসাবি উদযাপন
আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে এসেছে বৈসাবি। পর পর দু’বছর করোনা বিপর্যয় পেরিয়ে এবার রাজধানীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবি উদযাপন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
ঢাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠী এক বর্ণাঢ্য র্যালি করে রমনা পার্কের জলে ফুল ভাসানোর মাধ্যমে জাঁকজমকভাবে উদযাপন করেছে বৈসাবি। র্যালি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম।
এ সময় সচিব বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি পাহাড়ি বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে। এ সময় তিনি, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।
যুগ যুগ ধরে আনন্দ উৎসবের মাধ্যমে ঐতিহ্যবাহী প্রধান এ সামাজিক উৎসবটি উদযাপন করে আসছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী। উৎসবটিকে ত্রিপুরা জনগোষ্ঠীর ‘বৈসুক’ মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ এবং চাকমাদের ‘বিজু’ আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে ‘বৈসাবি’ বলা হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সত্যেন্দ্র কুমার সরকার, কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর তিন শতাধিক মানুষ অংশ নেন।
আইএইচআর/এমআরএম/জেআইএম