৭ ঘণ্টার ব্যবধানে শাহবাগে দুই শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬

শাহবাগে মাত্র সাত ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দ্বিতীয় ঘটনাটি ঘটে শনিবার বিকেলে।

জানা গেছে, বিকেলে শাহবাগ মোড়ে ৭ নম্বর একটি বাসের ধাক্কায় খাদিজা সুলতানা মিতু নামে এক মেধাবী ছাত্রীর মৃত্যু হয়। খাদিজা প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিইসি) জিপিএ-৫ পেয়ে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। খাদিজার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জের মানদুরায়। সে রাজধানীর শ্যামপুরে তার দুলাভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলো।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, বিকেলে দুর্ঘটনার পর সদরঘাট-গাবতলীগামী ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে।
 
এর আগে, শনিবার সকালে মৎস্য ভবন এলাকায় বাসচাপায় নিহত হয় সাবিহা আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রী। সে সেগুনবাগিচার রহিমা উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী।

এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।